add by sam

 

Saturday, November 19, 2011

 অনলাইন গ্রন্থাগার ব্যবস্থাপনার কর্মশালা

দেশের সব জেলা ও বিভাগীয় পর্যায়ের গ্রন্থাগারে ‘অনলাইন গ্রন্থাগার ব্যবস্থাপনা’ চালু এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সব বইকে ই-বুকে রূপান্তরের উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত বৃহস্পতিবার দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) কর্মসূচি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে। খবর বিজ্ঞপ্তির।
দেশের সব জেলা ও বিভাগের সরকারি গ্রন্থাগারে এ ব্যবস্থা চালুর জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রতিটি গ্রন্থাগারের একজন করে কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নেন। এ ছাড়া সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সব বইকে ই-বুকে রূপান্তরের জন্য এসব প্রতিষ্ঠানের একজন করে গ্রন্থাগার কর্মকর্তাকে ই-বুক বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। ১৫০ জন কর্মশালায় অংশ নেন। কর্মশালায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম। সভাপতি ছিলেন গণগ্রন্থাগারের পরিচালক মো. নূর হোসেন তালুকদার। স্বাগত বক্তব্য দেন এটুআইয়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান।

No comments:

Post a Comment