add by sam

 

Sunday, November 20, 2011

কাল থেকে ঢাকায় আইসিটি মেলা

ঢাকায় আইসিটি মেলা
‘ডিজিটাল শিক্ষাই ডিজিটাল বাংলাদেশের ভিত্তি’ স্লোগান নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনের ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১১’ মেলা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) এ মেলা আয়োজন করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিএস)। গতকাল শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার সামগ্রিক চিত্র তুলে ধরেন মেলা কমিটির আহ্বায়ক কাজী আশরাফুল আলম। তিনি বলেন, ‘এবারের প্রদর্শনীর সমান্তরালে একটি জমকালো ওয়েব মেলার আয়োজনও করা হয়েছে। এ মেলার নামকরণ করা হয়েছে “বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ওয়েব ফেয়ার”। ওয়েব মেলায় গিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকছে।’ তিনি আরও বলেন, প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে যে কেউ অংশ নিতে পারবে। প্রতিদিন চলা এ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে মেলার শেষ দিনে। 
মেলার প্রদর্শনী প্রতিদিন তিনটি সূচিতে নানা অনুষ্ঠানে ভরা থাকছে। এর মধ্যে থাকছে তারকাদের নিয়ে অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা, পণ্য প্রদর্শনী, জাদু প্রদর্শনী এবং কৌতুক পরিবেশনা। এসব ছাড়াও থাকছে সেমিনার, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফ্রি ইন্টারনেট ও গেমিং, র‌্যাফল ড্রসহ নানা আয়োজন। সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএসের সভাপতি মোস্তফা জব্বার, মহাসচিব মজিবুর রহমান, পরিচালক ইউসুফ আলী, প্লাটিনাম পৃষ্ঠপোষক বাংলালায়নের মহাব্যবস্থাপক ফারুক খানসহ অনেকে। 
প্রদর্শনীতে ৫০টি প্রযুক্তি প্রতিষ্ঠানের ৭০টি স্টল এবং ৩০টি প্যাভিলিয়ন থাকছে বলেসম্মেলনে জানানো হয়। মেলা আয়োজনে সহযোগিতা করছে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল। মেলার উদ্বোধন হবে কালবেলা তিনটায়। ওই দিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। টিকিটের দাম ২০ টাকা।ওয়েব মেলা: www.bcsictworld.com.bd

Saturday, November 19, 2011

 অনলাইন গ্রন্থাগার ব্যবস্থাপনার কর্মশালা

দেশের সব জেলা ও বিভাগীয় পর্যায়ের গ্রন্থাগারে ‘অনলাইন গ্রন্থাগার ব্যবস্থাপনা’ চালু এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সব বইকে ই-বুকে রূপান্তরের উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত বৃহস্পতিবার দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) কর্মসূচি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে। খবর বিজ্ঞপ্তির।
দেশের সব জেলা ও বিভাগের সরকারি গ্রন্থাগারে এ ব্যবস্থা চালুর জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রতিটি গ্রন্থাগারের একজন করে কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নেন। এ ছাড়া সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সব বইকে ই-বুকে রূপান্তরের জন্য এসব প্রতিষ্ঠানের একজন করে গ্রন্থাগার কর্মকর্তাকে ই-বুক বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। ১৫০ জন কর্মশালায় অংশ নেন। কর্মশালায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম। সভাপতি ছিলেন গণগ্রন্থাগারের পরিচালক মো. নূর হোসেন তালুকদার। স্বাগত বক্তব্য দেন এটুআইয়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান।

 ই-এশিয়ায় হবে ফ্রিল্যান্সিং সম্মেলন

 ফ্রিল্যান্সিং সম্মেলন
ইন্টারনেটভিত্তিক তথ্যপ্রযুক্তির ফ্রিল্যান্স এখন সৃজনশীল পেশা হিসেবে বিবেচিত। জনবহুল তৃতীয় বিশ্বের দেশগুলোতে তরুণদের তথ্যপ্রযুক্তিতে ফ্রিল্যান্সার হিসেবে কাজের ক্ষেত্র বাড়ছে।
ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের নানা সম্ভাবনা ও সমস্যা নিয়ে খোলাখুলি আলাপ-আলোচনার জন্য আগামী ৩ ডিসেম্বর ঢাকায় ফ্রিল্যান্সিং সম্মেলনের আয়োজন করা হয়েছে। তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক মেলা ই-এশিয়ার অন্যতম আয়োজন হিসেবে থাকছে এ সম্মেলন।
সম্মেলনে মূল বক্তা থাকবেন বিশ্বের সবচেয়ে বড় অনলাইন আউটসোর্সিং সাইট ওডেস্কের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ম্যাট কুপার। এ ছাড়া আরও উপস্থিত থাকবেন ক্রোয়েশিয়া, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের শীর্ষস্থানীয় তরুণ মুক্ত পেশাজীবীরা।
২০১১ সালের ‘বেসিস আউটসোর্সিং ফ্রিল্যান্সার’ সম্মাননা পাওয়া আল-আমিন চৌধুরী জানান, ‘নবীনদের জন্য এ সম্মেলন পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।’
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে এসব কাজের প্রতি আগ্রহ বেড়েছে। ২০১০ সালে এ খাতে প্রায় ৭০ লাখ ডলার আয় হয়েছে।’ এই ফ্রিল্যান্সিং সম্মেলন সবার জন্য উন্মুক্ত হলেও নিবন্ধন করতে হবে।
২১ থেকে ২৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ কম্পিউটার সমিতির ডিজিটাল মেলায় নিবন্ধন করা যাবে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ই-এশিয়ার আয়োজকের দায়িত্ব পালন করছে।

Thursday, November 17, 2011

Get More Shoppers, Get More Income!!!

Millions of Visitors

Millions of Customers

Connect your business to millions of shoppers looking for products and services.

Our auditory is constantly increasing and now it's over 25 million unique shoppers every month.
We only work with high-quality local and global promotion portals, which bring potential
customers from North America, Western Europe and upcoming markets.

Get More Traffic, Get More Visitors...


Get More Customers

Get More Shoppers, Get More Income!!!

With no day-to-day current of shoppers you cannot have stable everyday revenue.

It's not possible to get income if no one comes to your web-site. You need visitors
to see your website, every day, 24 hours!

Our company helps more than 30,000 clients get more shoppers online.

You can increase your income by receiving thousands of real interested visitors to see your website.

More Customers...


Increase search engine rankings

Increase your site search engine rankings

Showing up on search engines is one of the most critical strategy to increase web-site
traffic and display your business or service to individuals that might be interested in your product.

All big search engines utilize a software to calculate your website ranks.

Search engines know how many web-sites are referring to your website; more links and visitors
higher rank for your web site.

Get Better Rank...


About Kaniz Sayma Chowdhury

I m kaniz sayma chowdhury work in united airways bd ltd


Kaniz chowdhury